26/04/2024 : 11:55 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ রোদ্দুর


রূপশ্রী বোস


অমলকান্তি , কেমন আছো তুমি?
এখনও বুঝি সেই…
অন্ধকার ছাপাখানায় কাজ করো?
জানো, তোমার কথা আমি অনেক শুনেছি…!
তবুও, তোমাকে ঘিরে আমার হাজার প্রশ্ন ।
আচ্ছা, তুমি কি এখনও রোদ্দুর হতে চাও?
এখনও বুঝি চাও গাছের পাতায়…
অল্প একটু হাসির মত লেগে থাকতে?
জানি, চাও, কিন্তু পারোনা ।
তবুও, বুকের ভিতরে জমাট বাঁধা —
সেই আশাটা তো মরেনি!
আশারা মরেনা! মরতে পারেনা!
আমি আজও দেখি, তোমারই মতো….
হাজার হাজার অমলকান্তি দের….
তারা কেউ কাজ করে কারখানায়,
কেউ বা ভাতের হোটেলে!
তাদের চোখেও জ্বলজ্বল করে আশা…
না, চোখের জল সব ভাসালেও,
সেই আশাকে, সেই ইচ্ছে কে,
ভাসাতে পারেনি ।
অমলকান্তিরা! জেগে ওঠো!
না, আর লাজুক নয়,
জেগে ওঠো দুপুরের কাঠফাটা রোদ্দুর এর মত!
পৃথিবী যে আজ তোমাদেরই চায়!
তোমাদের পথ চেয়ে সে বসে আছে ।
তারপর,
সব রোদ্দুরেরা এক হয়ে…
জ্বালিয়ে দাও পৃথিবীর যতো হিংসা, সন্ত্রাস আর লোভকে!
পুড়িয়ে ছারখার কর স্বার্থপরতা, ঘৃণা ,আর বিদ্বেষ কে!
অবশেষে,
তোমাদের পবিত্র কিরণ দিয়ে,
শুদ্ধ কর এ বিশ্বকে ।
বুঝলে তো অমলকান্তি?
বুঝতে পারলে তো আমার কথা?
পারলে একটু চেষ্টা করে দেখো কেমন?
আচ্ছা..! এবার উঠি তাহলে?
ভালো থেকো অমলকান্তি,
ভালো থেকো…
আমার রোদ্দুর! ♦



দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Related posts

বর্ষপূর্তিতে মেতে উঠল ‘খোলা জানালা’

E Zero Point

পুস্তক পর্যালোচনাঃ নিমো গ্রামের গল্প (লেখকঃ সুকান্ত ঘোষ)

E Zero Point

কবিতাঃ অস্তিত্ব

E Zero Point

মতামত দিন