24/04/2024 : 6:47 PM
সাহিত্য

কবিতাঃ স্বাধীনতা


জয়দেব বেরা(রামধনু)


শত সংগ্রামের পর,
পরাধীনতার মরু সাগরে
এল একদিন স্বাধীনতার রক্ত স্রোত।
যে স্রোতে ভাসছে শত শত
শহীদের জীবন্ত মৃত্যুর তরি!
বীর শহীদেরা তরি করে
বয়ে নিয়ে যাচ্ছে দেশের
সীমানার বাইরে পরাধীনতার ব্যাধিকে।
বাতাসে মিশে গেছে লাশের গন্ধ;
যারা আকাশে এঁকে দেয় রামধনুর –
কালিতে স্বাধীনতার নিশান।
সহস্র দেশপ্রেমির লাশের পাহাড়ের
ওপর উড়ে চলছে স্বপ্নের তিরঙ্গা পতাকা।
লাশের পাহাড় থেকে আজও
ভেসে আসে দেশপ্রেমের মন্ত্র।
ইংরেজদের শোষণের সাম্রাজ্য
চূর্ণ-বিচূর্ণ হয়ে মুক্ত আকাশে-
স্বাধীনতার বার্তা বয়ে নিয়ে আসে
স্বয়ং মেঘ রাজ।
প্রভাতে উঠে এক নতুন রবি;
যার সৌরভে শহীদদের হাসি ফুটে ওঠে!
আর তাঁরা যেন উচ্চস্বরে বলে উঠে,
‘বন্দে মাতরম’,বন্দে মাতরম’,বন্দে মাতরম’!


চিত্রঃ আফরিন আবৃত্তি আলি

Related posts

কবিতাঃ অস্তিত্ব

E Zero Point

দৈনিক কবিতাঃ শঙ্খ ঘোষ – কমলেশ মন্ডল

E Zero Point

দৈনিক কবিতাঃ কালোজাম

E Zero Point

মতামত দিন