28/03/2024 : 10:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

অসুস্থ ভবঘুরেকে উদ্ধার করে পুলিশ, হাসপাতালে মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৯ অগাষ্ট ২০২১:


অসুস্থ ভবঘুরে কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো পুলিশ। কয়েক ঘণ্টা পরই মৃত্যু হল ওই ভবঘুরের। মৃতের নাম শ্যামল গাঙ্গুলী। বয়স ৬১ বছর । স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমানের ভাতার বাজারে শ্যামল গাঙ্গুলীর নামে এক ভবঘুরে দীর্ঘ ১৫ বছর ধরে থাকতো। ভাতার বাজারে ভিক্ষাবৃত্তি করে সকলের সহযোগিতায় তার জীবন চলতো।

বুধবার ওই ভবঘুরেকে ভাতার বাজারে নাসিকগ্রাম মোড়ে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে ভাতার থানার পুলিশ। তড়িঘড়ি ওই অসুস্থ ভবঘুরেকে উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ। চিকিৎসারত অবস্থায় কয়েক ঘন্টা পরে ওই ভবঘুরেকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।

পরে পুলিশ জানতে পারে ভবঘুরের এক দাদা রয়েছে ভাতারের নিত্যানন্দপুর গ্রামে। খবর দেয়া হয় তার দাদাকে। দাদা অলক গঙ্গুলি ভাতার থানায় এসে দেহ শনাক্ত করে। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায় পুলিশ।

 

Related posts

৫ টাকায় ভরপেট খাবার ! মেমারিতে শুরু হলো মা ক্যান্টিন

E Zero Point

শহীদ সেনাকর্মীর স্মৃতিতে সম্প্রীতির রক্তদান শিবির

E Zero Point

স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের দ্বারা আক্রান্ত এক গৃহবধূ কাটোয়াতে

E Zero Point

মতামত দিন