21/03/2023 : 1:24 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

বর্ধমানে ট্রাক ড্রাইভারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি, হুগলিতে গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, হুগলি, ২০ অগাষ্ট ২০২১:


গোপন সুত্রে খবর পেয়ে আজ ভোররাতে সিঙ্গুর থানার পুলিশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে রতনপুর এলাকা থেকে দুজন ডাকাত কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে। ধৄতরা হল সাহিদ শেখ ও ইয়ান মোল্লা। বাড়ি দক্ষিণ ২৩ পরগনার জীবনতলা এলাকায়। পুলিশ ধৄতদের কাছ থেকে ২ রাউন্ড গুলি, একটি পাইপগান ও টাটাসুমো গাড়ি বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, টাটাসুমো গাড়ি করে ছয় জনের দুস্কৄতি দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সিঙ্গুর থানার টহলরত পুলিশ গাড়িটি আটকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চারজন দুস্কৄতি পালিয়ে যায়।

ধৄতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগ রয়েছে। ঘটনার আগের দিন এই ডাকাত দলটি, বর্ধমানের গলসিতে ও পালশিটে ট্রাক ড্রাইভারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক হাজার টাকা ডাকাতি করে। ধৄতদের এদিন চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

 

Related posts

রোজা কোথা থেকে এলো?

E Zero Point

কাঠিয়াবাবা নিম্বার্ক আশ্রমের কম্বল বিতরণ মেমারিতে

E Zero Point

বর্ধমান হাসপাতাল যাবার রাস্তায় জল, সমস‍্যায় রুগীসহ এলাকার মানুষ

E Zero Point

মতামত দিন