04/02/2023 : 1:19 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

প্রশাসন ও জনগণের সহযোগিতায় কালনায় দুয়ারে সরকার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কালনা, ২৯ অগাষ্ট ২০২১:


তৃণমূল সরকারের জনমুখী পদক্ষেপ দুয়ারে সরকার থেকে সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পাচ্ছে তা অনস্বীকার্য। যদিও বিরোধীদের দাবী, সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা এই রাজ্যে যখন প্রতিটি প্রশাসনিক দপ্তর থেকে পাওয়া যায় তাহলে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে দুয়ারে সরকারে কি প্রয়োজন।

দুয়ারে সরকার মানেই যেন একটা হুড়োহুড়ি চেঁচামেচি, কিন্তু এই বাক্যটিকে দূরে সরিয়ে পূর্ব বর্ধমান জেলার কালনা ২ নম্বর ব্লকের বড়ধামাস গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার অনুষ্ঠিত হয় বিরুহা হাইস্কুলে।

সেখানে চোখে পড়ল একটু অন্যরকম দৃশ্য, প্রশাসনের খুব সুন্দর তত্ত্বাবধানে ও সেখানকার মানুষদের সহযোগিতায় খুব সুন্দর ভাবে দুয়ারে সরকারের সমস্ত কাজ সম্পন্ন হলো ।

Related posts

কালনায় ডাক্তার ও নার্সদের মারধরের ঘটনায় গ্রেফতার পাঁচ অভিযুক্ত

E Zero Point

পুলিশ ফাঁড়ি না সরানোর দাবীতে বিক্ষোভ

E Zero Point

রেল কর্মীর তৎপরতায় এক ব্যক্তির প্রান বাঁচল মেমারি রেলওয়ে স্টেশনে

E Zero Point

মতামত দিন