28/01/2023 : 7:25 PM
আমার বাংলা

পুলিশ দিবস উপলক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ – জয়দীপ মৈত্র, দক্ষিন দিনাজপুর, ১ সেপ্টেম্বর ২০২১:


বুধবার ১লা সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষ্যে দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের রামপাড়া চেঁচড়ায় একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, প্রাক্তন জেলা শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজিরদ্দিন মন্ডল সহ পঞ্চায়েত প্রধান জনাব আনসার আলি ও একপ্রস্থ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরানেতৃত্বরা।

এদিন খেলার প্রারম্ভে উপস্থিত বিশিষ্টরা ও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র সকল ফুটবল খেলোয়ারদের সাথে হাত মিলিয়ে সৌহার্দ বিনিময় করেন। তাকে সম্বর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের তরফে। এরপর চেয়ারপার্সন প্রশান্ত মিত্র ফুটবলে লাথি মেরে খেলার শুভ সূচনা করেন।Related posts

উচ্চ মাধ্যমিকে ‘ছাত্র বান্ধব’ মূল্যায়ন পদ্ধতিতে রেজাল্ট

E Zero Point

পাণ্ডুয়ায় সরাই তিন্না পঞ্চায়েতে সারা ভারত খেতমজুর ইউনিয়ন ও কৃষক সভার ডেপুটেশন

E Zero Point

মুখে মাস্ক নেই, বিশেষ অভিযান মহকুমা শাসকের

E Zero Point

মতামত দিন