24/04/2024 : 6:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দুঃস্থ শিশুদের নিয়ে মেমারি সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ডে পালন

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ১ সেপ্টেম্বর ২০২১:


কোভিড পরিস্থিতিতে রাজ্যের পুলিশরে কাজের প্রশংসা করে ১ সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসাবে পালনের কথা ২০২০ তে ঘোষণা  করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয় পুলিশ ডে উপলক্ষে পয়লা সেপ্টেম্বর মেমারি থানা ও সাতগেছিয়া ফাঁড়ির পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হলো । এদিনই সাতগেছিয়া ফাঁড়ির পক্ষ থেকে এলাকার দুঃস্থ শিশুদের শিক্ষা সামগ্রী এবং চকলেট বিতরণ করা হয় বৃক্ষ বিতরণ করা হয় ফাঁড়ির পক্ষ থেকে ।

পাশাপাশি মেমারি থানার পক্ষ থেকে থানায় আগত দের মধ্যে মাস্ক বিতরণ করা হয় এ দিনে । পয়লা সেপ্টেম্বর রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ ডে । এদিনের মুখ্যমন্ত্রী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন । গোটা রাজ্যের পাশাপাশি মেমারি থানার পক্ষ থেকেও সামাজিক কর্মসূচি পালিত হল ।



Related posts

কালনায় কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা 

E Zero Point

SSC SCAM: আবার এস এস সি ভবনে সিবিআই

E Zero Point

১২ মিনিট ভাষণ দিলে ১০ মিনিট আমায় এবং মোদিজিকে গালাগালি করেন: অমিত শাহ

E Zero Point

মতামত দিন