09/12/2023 : 1:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমুর্শিদাবাদ

নতুন জেলা সভাপতিকে নিয়ে সভা তৃণমূল কংগ্রেসের

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১ সেপ্টেম্বর ২০২১:


বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার নবনিযুক্ত পদাধিকারীদের সম্বর্ধনা এবং বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল। এদিনের এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সায়নী সিংহ রায় সহ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

কান্দির বিধায়ক অপূর্ব সরকারের উদ্যোগে এদিনের এই বর্ধিত সভা থেকে তৃণমূল কংগ্রেস দলকে আরও মজবুত করার ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্বরা। বর্ধিত সভার শেষে সাংবাদিকরা প্রশ্ন করে নবনিযুক্ত জেলা সভাপতি সায়নী সিংহ রায় কে আপনার নির্দেশ অমান্য করে নওদা ব্লকের কেদারচাঁদপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থার আনা হয়েছে এ বিষয়ে আপনার ভূমিকা কি থাকবে সায়নী সিংহ রায় প্রশ্নের উত্তরে জানান ওই পঞ্চায়েতে যারা অনাস্থা এনেছে তারাও তৃণমূল কংগ্রেসের সদস্য এবং যাদের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে তারাও তৃণমূল কংগ্রেসের সদস্য উভয়পক্ষকে বসিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া যাবে।




Related posts

এক বছরে কোনো নেতাকে আসতে দেখিনিঃ কুরবান কাণ্ডে ক্ষোভ উগরে দিলেন কুরবানের স্ত্রী

E Zero Point

মেমারি শশীনারায় ভ্যানচালক দরিদ্র পিতার সন্তান, মাধ্যমিকে ১৬ তম স্থান

E Zero Point

ডাকাতি করা আগেই, মঙ্গলকোট থানার পুলিশের জালে দুই ডাকাত

E Zero Point

মতামত দিন