25/04/2024 : 6:13 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

জলপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১ সেপ্টেম্বর ২০২১:


জলপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সহ অন্যান্য আধিকারিকরা। বুধবার দুপুরে ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ৯ নম্বর এবং ১২ নম্বর ওয়ার্ডের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমলা আগরওয়াল, ভাইস প্রশাসক চৈতালি সরকার সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন নৌকায় করে মহানন্দা নদীতে ঘুরে বন্যা পরিদর্শন করা হয়। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমলা আগরওয়াল জানান, মহানন্দা নদীর অসংরক্ষিত এলাকায় বসবাসকারী প্রায় ১৫০ টি জলমগ্ন। ইতিমধ্যে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। আজ নদীপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে আগামীতে যাতে এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করা যায় তার প্রস্তাব রাখা হবে রাজ্য সরকারের কাছে বলে জানান প্রশাসক সুমলা আগরওয়াল।



Related posts

বৃক্ষ রোপনের মধ্য দিয়ে প্রতিবন্ধীদের পরিবেশ বাঁচানোর সংকল্প

E Zero Point

কৃষক আন্দোলনের সমর্থনে মেমারিতে মিছিল

E Zero Point

হাটকালনা গ্রাম পঞ্চায়েতে সামন্যবৃষ্টিতে রাস্তা বেহাল, গৃহবন্দি গ্রামবাসীরা

E Zero Point

মতামত দিন