জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, ৩ সেপ্টেম্বর ২০২১:
রাজ্যের সমস্ত মানুষ যেন সরকারি সুবিধা পান, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিনব কর্মসূচি শুরু করেছেন দুয়ারে সরকার। এই কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে গত ১৬ আগস্ট থেকে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্য সহ জেলার প্রতিটি প্রান্তে দুয়ারে সরকারের ব্যাপক সাড়া। এবার ‘লক্ষীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য মহিলাদের বিপুল সাড়া সেই দুয়ারে সরকার প্রকল্পের শিবির কেমন চলছে, তা খতিয়ে দেখতে হাজির পূর্ব বর্ধমান জেলার, রায়না-১ ব্লক ও সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার।
দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন তিনি। অপরদিকে দুয়ারে সরকার প্রকল্পের কেমন কাজ হচ্ছে, কোথাও কোনও অসুবিধা হচ্ছে কিনা খতিয়ে দেখেন পলাশন গ্রাম পঞ্চায়েত প্রধান অর্চনা দাস পন্ডিত এবং উপপ্রধান সামসুদ্দিন মন্ডল। প্রকল্পের কাজ খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের কোথায় অসুবিধা হচ্ছে কিনা ঘুরে দেখেন। জানা যায় বৃহস্পতিবার অর্থাৎ ২ সেপ্টেম্বর দুয়ারে সরকার শিবির পলাশন মৃণালিনী উচ্চ বিদ্যালয়ে আগত মহিলাদের উপস্থিতি ছিল লক্ষী ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে তা বিশেষ ভাবে লক্ষ্যণীয়।