02/05/2024 : 3:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

কোভিড ভ্যাক্সিনেশন শিবির রায়নায়

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ৪ সেপ্টেম্বর ২০২১:


পূর্ব বর্ধমান জেলার রায়নার শ্যামসুন্দর কলেজে শুরু হল কোভিড ভ্যাক্সিনেশন শিবির। রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা শ্যামসুন্দর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এবং শ্যামসুন্দর কলেজ মেডি হেল্প। সকাল ১০-৩০ নাগাদ শুরু হয়েছে শনিবার এর ভ্যাক্সিনেশন ক্যাম্প। শনিবার প্রায় ২০০ জনের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে শ্যামসুন্দর কলেজ তৃণমূল কংগ্রেস ছাত্রপরিষদ এবং শ্যামসুন্দর কলেজ মেডি হেল্প।স্থানীয় বিডিও লোকনাথ সরকারের সহযোগিতায় এইদিনের এই ভ্যাক্সিনেশন ক্যাম্প।

এর জন্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে বিডিও সাহেবের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে। শুধু আজ বলে নয় এই ভাবে step-by-step সব ছাত্র ছাত্রীদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন বিডিও লোকনাথ সরকার । ছাত্র-ছাত্রীদের একটি লিস্ট পাওয়া গিয়েছে। সেই লিস্ট অনুযায়ী দেওয়া হচ্ছে ভ্যাকসিন। শনিবারের ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিক, তৃণমূল ছাত্র পরিষদের সকল ছাত্র নেতা থেকে শুরু করে অন্যান্যরা।



Related posts

কৃষি দিবস উপলক্ষে কৃষকদের সম্মান জানালো ব্যাঙ্ক অফ বরোদা

E Zero Point

এনআইএর নজরে ফের কি মঙ্গলকোট? 

E Zero Point

সহ সভাধিপতির অভিনয়ে মুগ্ধ আউসগ্রামবাসী

E Zero Point

মতামত দিন