জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১২ সেপ্টেম্বর ২০২১:
রোগীর প্রয়োজনে রক্তদান, দাতার রক্তে বাঁচুক প্রাণ। রক্তদানের মতো মানবিক কর্মসূচী আয়োজিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি আমাদপুর স্কুল পাড়ায়। রবিবার সিপিআইএম পশ্চিম লোকাল কমিটি, ডি.ওয়াই.এফ.আই. এবং এস.এফ.আই এর যৌথ উদ্যোগে ও রেড ভলেন্টিয়ারের সহযোগিতাই আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের সূচনা হয় শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে।
সমস্ত রকম কোভিভ বিধি মেনে এই শিবিরে ৭ জন মহিলা সহ মোট ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানস্থলে রক্তদান শিবির উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটিকা প্রস্তুত করা হয়। রক্ত দাতা দের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন অশোক সিং, তারক মন্ডল, তন্ময় মন্ডল, ময়ূখ দফাদার, সেখ রউফ সহ প্রমুখ নেতৃবৃন্দ। রক্তদান শিবিরে রক্ত সংগ্রহে সহযোগিতা করেন বর্ধমানেপ শহীদ শীব শংকর সেবা সমিতি।