27/04/2024 : 8:53 PM
আমার বাংলাকলকাতাদক্ষিণ বঙ্গ

ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ারের তৎপড়তায় ধরা পড়লো মোবাইল ছিনতাইকারী

জিরো পয়েন্ট নিউজ, কলকাতা, ১০ নভেম্বর ২০২১:


বুধবার এক্সাইড মোড়ে ১১টা নাগাদ ডিউটিতে ছিলেন সার্জেন্ট অমল প্রাসাদ । এই সময় ২৩০ নম্বর রুটের একটি বাস এক্সাইড মোড় দিয়ে যাচ্ছিলো, হঠাৎ বাসের মধ্যে থেকে সাহায্যের জন্য মহিলার আর্ত চিৎকার শুনতে পান সার্জেন্ট অমল। দেখেন এক ব্যক্তি চলন্ত বাস থেকে নেমে পালাচ্ছে। বাসের মধ্যে থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালাচ্ছে ওই ব্যক্তি, চেঁচিয়ে জানান বাসে থাকা ৩ জন মহিলা। ছিনতাইকারীর পিছু নেয় সার্জেন্ট অমল।

পরিস্থিতি বেগতিক বুঝে ছিনতাইকারী লর্ড সিনহা রোডের দিকে দৌড়াতে শুরু করে, আচার্য জগদীশ চন্দ্র বোস ও লর্ড সিনহা রোড ক্রসিংয়ে ডিউটি করছিল সিভিক ভলান্টিয়ার মৃণাল হরিজন। মৃণালকে ওয়াকিটকিতে সার্জেন্ট অমল জানায় এক মোবাইল ছিনতাইকারী বাস থেকে একটি মোবাইল ছিনতাই করে তার দিকে যাচ্ছে এবং ওই ছিনতাইকারীকে ধরার নির্দেশ দেন। সিভিক ভলান্টিয়ার মৃণাল দৌড়ে গিয়ে ধরে ফেলে ওই ছিনতাইকারীকে।

ছিনতাইকারীকে তুলে দেওয়া হয় শেক্সপিয়ার সরণি থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর বাহার আলী খানের হাতে। মোবাইল ফিরে গেছে তার মালিকের কাছে, যিনি আনন্দ এবং কৃতজ্ঞতায় অভিভূত হয়ে ধন্যবাদ জানিয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশকে।
(সূত্র-Kolkata Traffic Police)

আরও পড়ুন – মেমারিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার


Related posts

দেখুন – জিরো পয়েন্ট অনলাইন নজরুল উৎসব ২০২০

E Zero Point

করোনাকালে বৈশাখী উৎসব কমিটির মানবিক মুখ

E Zero Point

কৃষক, খেতমজুর ও শ্রমিকদের বিক্ষোভ অবস্থান মেমারিতে

E Zero Point

মতামত দিন