জিরো পয়েন্ট নিউজ, পান্ডুয়া, ২৯ নভেম্বর ২০২১:
মানব সেবার অপর নাম লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া। বছরের প্রতি সপ্তাহে প্রায় রক্তদান শিবির করে তারা ইতিমধ্যে হুগলি তথা বর্ধমান জেলায় সাড়া ফেলে দিয়েছে। এবার লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া শুরু করতে চলেছে আই ক্লিনিক।
লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার প্রেসিডেন্ট সৌরাশিষ মন্ডল জানান যে, আগামী ১ ডিসেম্বর পান্ডুয়া ফুটবল মাঠের কাছে আমাদের ক্লাব হাউসে আই ক্লিনিকের উদ্বোধন করা হবে। চোখের যে কোন সমস্যার সমাধানের জন্য সবরকম ব্যবস্থা থাকবে এখানে।