জিরো পয়েন্ট নিউজ – রূপাঞ্জন রায়, পান্ডুয়া, ২৯ নভেম্বর ২০২১:
ট্রাক্টরের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জনের আহত চারজন। সোমবার সকালে ঘটনাটি ঘটে পান্ডুয়ার ডিভিসি পাড় এলাকায়। মৃত ব্যক্তির নাম রতন মালিক(৫১)। আহতদের পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে তাদের চিকিৎসা চলছে।
বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আঝাপুর থেকে কালনায় গঙ্গা স্নান করতে যাচ্ছিল শম্পা মালিকের পরিবার। পান্ডুয়ার ডিভিসি পারে একটি ট্রাক্টরের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়।শম্পার সন্তান সহ মোট পাঁচজন যাত্রী ছিল অটোতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। আহতদের পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। ট্রাক্টরটি আটক হলেও চালক পলাতক।