24/04/2024 : 10:31 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বড়দিনে “গ্রিণেথন”- সাইকেল ম্যারাথন

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান,  ২৬ ডিসেম্বর ২০২১:


বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে একটি বেসরকারী স্বাস্থ্য পরিষেবা প্রদান কারী সংস্থার ব্যবস্থাপনায় বড়দিন উপলক্ষ্যে একটি সাইক্লোথন বা সাইকেল ম্যারাথন অনুষ্ঠিত হল। “গ্রিণেথন” নামক এই সাইকেল ম্যারাথনে দুই শতাধিক যুবক যোগ দেয়। ঘোড়দরচটি থেকে শুরু হয়ে কার্জন গেড় পরিক্রম করে উল্লাসে এসে এই ম্যারাথন শেষ হয়।

বর্ধমান সাইক্লিং ক্লাব ছাড়াও বর্ধমান রাজ কলেজ এন.এস.এস. , পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতির সদস্যরা সহ অনেকে অংশ নেয় সাইকেল নিয়ে , “গ্রিণেথন” নামক এই সাইকেল ম্যারাথনের উদ্বোধন করেন সাইকেল পরিব্রাজক পরিমল কাঞ্জি ;

বর্ধমান সাইক্লিং ক্লাবের তরফে সন্দীপন সরকার বলেন “প্লাস্টিক থার্মোকল বর্জন বিষয়ক সচেতনতা, কম দূরত্বের পথ সাইকেলে পাড়ি দিয়ে পরিবেশ দূষণ কমানো নিয়ে প্রচার চালানো হয় এদিন” ম্যারাথন শেষে সফল প্রতিযোগিদের সার্টিফিকেট প্রদান করা হয়, সার্টিফিকেট তুলে দেন স্থানীয় বিধায়ক নিশীথ কুমার মালিক।

Related posts

মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচী নিমো ও চাঁচাই ষ্টেশনে

E Zero Point

স্কুলের টিউবওয়েল বিকলঃ মেমারির স্কুলে ক্ষোভ অভিভাবকদের

E Zero Point

আহত হনুমান উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন