জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মুম্বই, ১৬ জানুয়ারি ২০২২:
গত আট দিন ধরে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান গায়িকা ‘ভারতের কোকিল কন্ঠী’ লতা মঙ্গেশকর। করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে রক্ষা পাননি বর্ষীয়ান গায়িকা। সঙ্গে দোসর হয় নিউমোনিয়া। স্বভাবতই চিন্তায় ঘুম উড়েছে ভক্তদের। এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে চব্বিশ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি। কেমন আছেন ৯২-এর গণ্ডি পার করা লতা মঙ্গেশকর? তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতির কথা জানালেন চিকিৎসক প্রতীত সমধানি।
করোনা আক্রান্ত প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেসকরকে আরও কটা দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটতেই ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানালেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ডাক্তার প্রতিত সামদানি। লতা-জির শারীরিক অবস্থা এখন এমন আছে যে তাঁর সঙ্গে এখনই কেউ দেখা করতে দেওয়া হবে না।