25/04/2024 : 10:48 AM
আমার বাংলা

ভালো নেই হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেটের স্রষ্টা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১৬ জানুয়ারি ২০২২:


গত ২৪ ডিসেম্বর বার্ধক্যজনিত অসুস্থার জেরে এই হাসপাতালে ভর্তি করা হয় প্রবীন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথকে। বর্ষীয়ান শিল্পীর চিকিত্‍সায় এবার পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। কিন্তু চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন না, অতি সংকটজনক অবস্থায় নারায়ণ দেবনাথ, রয়েছন ভেন্টিলেশনে।

শনিবার রাত থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। এই মুহূর্তে বেলেভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন নারায়ণ দেবনাথ। তাঁর চিকিত্সার দায়িত্বে থাকা ডাঃ সমরজিত্‍ নস্কর জানিয়েছেন, চিকিত্সায় সাড়া দিচ্ছেন না বর্ষীয়ান কার্টুনিস্ট। এর আগে বাইপ্যাপ সাপোর্টে ছিলেন শিল্পী, কিন্তু তাতেও শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমছিল। কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।.

দিন কয়েক আগে মিন্টো পার্ক লাগোয়া এই বেসরকারি হাসপাতালের বেডেই তাঁর হাতে কেন্দ্র সরকারের তরফে দেওয়া ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসেও নারায়ণবাবুকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তখনও অবস্থার বেশ অবনতি হয়েছিল তাঁর। তখন স্মৃতিশক্তির পরীক্ষা করতে সাদা কাগজ তুলে দেওয়া হয় কার্টুনিস্টের হাতে। আর ফটাফট সাদা কাগজে বাঁটুলকে। ছোটদের কাঁছে এখনও তাঁর সৃষ্টিতে তৈরি ‘হাঁদা ভোঁদা’, ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল’, ‘ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু’র জনপ্রিয়তা আকাশছোঁয়া। ২০১৩ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান নারায়ণ দেবনাথ। আর ২০২১ সালে পান পদ্মশ্রী, যে পুরস্কার দীর্ঘ অপেক্ষার পর গত ১৩ই জানুয়ারি তাঁর হাতে তুলে দেওয়া হয়।

Related posts

মন্তেশ্বরে করোনা পরীক্ষা শিবির

E Zero Point

মেমারি শহরে বিজেপির পরিবর্তনযাত্রা

E Zero Point

কমরেড মুজফ্‌ফর আহমদের ১৩২ তম জন্মদিবস উদযাপন পান্ডুয়ায়

E Zero Point

মতামত দিন