26/04/2024 : 9:17 AM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সিভিক ও ভিপি সহ পুলিশ কর্মীদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিবির

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, ১৯ জানুয়ারি ২০২২:


সিআইসি (সদর) রজত কান্তি পাল ভাবনায় এবং খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ পুষ্পেন্দু জানার উদ্যোগে খণ্ডঘোষ থানা সংলগ্ন একটি সভাকক্ষে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসার একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার । প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন, এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি সদর রজত কান্তি পাল, খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ পুষ্পেন্দু জানা সহ খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুভেন্দু ঘোষ এবং সি এইচ ও লিপিকা নায়েক সহ খণ্ডঘোষ থানার সমস্ত আধিকারিক, পুলিশকর্মী, ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার রা। এসডিপিও বলেন রাস্তায় পথদুর্ঘটনা হলে কিভাবে সেই আহত বা গুরুতর আহত মানুষকে বা মানুষদের প্রাথমিক চিকিৎসা করতে হবে যাতে করে তার প্রাণ সংশয় না হয় সেই বিষয়গুলি নিয়ে আজকে মূলত প্রশিক্ষণ দেওয়া হল। রাস্তায় পুলিশকর্মীরা শুধুমাত্র যানবাহন পরিচালনার ক্ষেত্রেই কর্তব্যরত অবস্থায় থাকেন না, যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে সেই রোগীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছনোরও দ্রুত ব্যবস্থা করেন তারা। সেই বিষয়কেই মাথায় রেখে সিআইসি সদর রজত কান্তি পাল এর ভাবনাচিন্তা খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ পুষ্পেন্দু জানার উদ্যোগকে সাধুবাদ জানাই।

মঙ্গলবারে আয়োজিত হওয়া প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শিবিরে যারা প্রশিক্ষক হিসেবে ছিলেন তারা প্র্যাকটিক্যাল এর মাধ্যমে প্রশিক্ষণ করান। সিআইসি রজত কান্তি পাল বলেন, দুর্ঘটনায় আহত মানুষরা দ্রুত চিকিৎসার পরিষেবা পেতে এবং পরিষেবা পাওয়ার আগে অনেকটাই শারীরিক সুস্থতা করে তোলার জন্যই আজকের এই প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শিবির। খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ বলেন পুষ্পেন্দু জানা বলেন, খণ্ডঘোষ থানার অন্তর্গত বিভিন্ন এলাকার যেসব মানুষ পুলিশকে বিভিন্ন রকম কাজে সহযোগিতা করেন তাদের এবং উপস্থিত সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের হাতে একটি করে ফাস্টেড বক্স তুলে দেওয়া হয় আয়োজিত হওয়া প্রশিক্ষণ এর শেষে।

Related posts

মেমারিতে ১ টাকায় ১ পোয়া দুধ

E Zero Point

ভ্যাকসিন পেতে ভাতারে রাতভোর হুরোহুরি

E Zero Point

দামোদরের ধারে পিকনিকপ্রেমীদের সচেতনতার বার্তা পুলিশের

E Zero Point

মতামত দিন