জিরো পয়েন্ট নিউজ, দিল্লী, ১৫মার্চ ২০২২:
এবার সরাসরি নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদি। নাগরিকদের ধারণা এবং পরামর্শ জানার জন্যই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ। 27 শে মার্চ, 2022-এ অনুষ্ঠিত হবে মন কি বাত। প্রধানমন্ত্রী জানিয়েছেন “এই মাসের #MannKiBaat প্রোগ্রামটি 27 তারিখে অনুষ্ঠিত হবে। বরাবরের মতো, আমি প্রোগ্রামটির জন্য আপনার ধারণা এবং পরামর্শ পাওয়ার আশা করছি। সেগুলি MyGov, NaMo অ্যাপে শেয়ার করুন বা 1800-11-7800 নম্বরে ডায়াল করুন এবং আপনার বার্তা রেকর্ড করুন।”