28/03/2024 : 6:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মারাত্বক দুর্ঘটনা মেমারিতেঃ বরাতজোড়ে প্রানহানি থেকে রক্ষা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৭ এপ্রিল ২০২২:


পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোড প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালি বোঝাই ডাম্পারের দৌরাত্য নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। গাড়ির বেপোরোয়া গতিবেগ, ওভারটেক, ওভারলোড নিয়ে যাতায়াত নিয়ে ক্ষোভ জমছিল এর মধ্যেই বুধবার দুপুর ৩টে নাগাদ এটি ডাম্পারের বেপোরোয়া গতিবেগের কারণে ঘটল দুর্ঘটনা।

একটি ট্রাকটরকে ওভারটেকের সময় ডাম্পারের চাকার সাথে আটকে যায় ট্রাকটরের ট্রলি।  সেই অবস্থায় প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে গিয়ে প্রথমে টেলিফোনের পোলে ধাক্কা তারপর রাস্তার ধারের পাথরের স্তুপে উঠে পরে। এরপর শিশুনিকেতন নামক এক স্কুলের পাঁচিলের গায়ে ধাক্কা লেগে থামে।

বরাতজোড়ে ট্রাকটরের ড্রাইভার খালাসি আহত ছাড়া কোনো হতাহত হয়নি।, স্থানীয়রা এরপর বিক্ষোভ দেখায়, পুলিশ এসে স্থানীয়দের দাবী মতন পথ সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দেওয়ায় অবরোধ ওঠে। পুলিশ ক্রেনের মাধ্যমে গাড়ি ২টি সড়িয়ে রাস্তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করে।

প্রসঙ্গত দুপুর বেলা হওয়ায় ওই রাস্তা ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়, নয়ত যেখানে দুর্ঘটনা ঘটে তার আশপাশে প্রাইমারী স্কুল, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নেতাজি শিশু উদ্যান, শিশুনিকেতন ও পাল্লারোড হাসপাতাল হওয়ায় নিত্যদিনই দুপুর বাদে দিনের বাকি সময় লোক জমায়েত করেই থাকে। তাই গাড়ির গতি নিয়ন্ত্রণ সহ পথ নিরাপত্তার কথা না ভাবা হলে ভবিষ্যতে এর থেকেও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।

Related posts

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচী

E Zero Point

অর্পিতা মুখোপাধ্যায়ঃ টালিগঞ্জের পর বেলঘরিয়ার ফ্ল্যাটেও ইডি হাতে টাকার হদিশ

E Zero Point

বিপর্যস্ত আলু চাষ ও ফসলের ক্ষতির আশঙ্কা-আতঙ্কে চাষীরা

E Zero Point

মতামত দিন