জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১৬ জুন ২০২২:
এলাকায় রাস্তা নির্মানের কাজ শুরু হয়েছে। কিন্তু আচমকা থমকে যায় নির্মানের কাজ। রাস্তার কাজ থমকে রয়েছে গত ৩ মাস থেকে। রাস্তার কাজ থমকে থাকার কারন জানাতে ব্যর্থ হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সংশ্লিষ্ট কাজটির ঠিকাদার। এদিকে বর্ষা প্রায় দোরগোড়ায়। ফলে বর্ষার আগে রাস্তার কাজ সম্পন্ন না হলে এবছরও চরম ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্খা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। অথচ রাস্তা নির্মানের কাজ পুনরায় শুরুর কোনও উদ্যোগ না নেওয়ায় মঙ্গলবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন ১৮৭ খারিজা গোপাল পুর ম্যাঘের বাড়ি এলাকার বাসিন্দারা। মঙ্গলবার গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভের ঘটনায় গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে সেখানে যান জামালদহ ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে গ্রাম পঞ্চায়েত কার্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা করেন। পরে সেখানে ছুটে আসেন মেখলিগঞ্জ বিডিও অরুন কুমার সামন্ত। তিনি এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিডিও আশ্বাস দেন, আগামি কাল অর্থাৎ বুধবার গ্রাম পঞ্চায়েত প্রধান ও ঠিকাদারকে নিয়ে তিনি সেই রাস্তা পরিদর্শনে যাবেন ও রাস্তার কাজ শুরুর ব্যবস্থা করবেন।
এলাকার বাসিন্দা গোপাল বর্মন জানিয়েছেন, রাস্তার কাজ শুরু করার পর গত তিনমাস থেকে থমকে রয়েছে কাজ। কাজ শুরুর ব্যাপারে ঠিকাদার টালবাহানা শুরু করেছে। গ্রাম পঞ্চায়েত প্রধানও সঠিক করে কিছু জানাচ্ছেন না। তাই অবিলম্বে কাজ শুরু করার দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ। এবিষয়ে জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন জানিয়েছেন, ওই রাস্তাটির টেন্ডার বিডিও অফিসে ডাকা হয়েছিল। মহাত্মাগান্ধী কর্ম সুনিশ্চিয়তা প্রকল্পে রাস্তাটি নির্মান করা হচ্ছে। যেহেতু ১০০ দিনের কাজের টাকা বর্তমানে বন্ধ রয়েছে তাই সেখানে রাস্তা নির্মানে সমস্যা দেখা দিয়েছে। তবে বৈঠকে বিডিও আশ্বাস দেয়, খুব শিঘ্রই সেখানে রাস্তার কাজ শুরুর ব্যবস্থা করা হবে।