26/04/2024 : 2:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ডেপুটেশন হুগলিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, হুগলি, ২৩ সেপ্টেম্বর, ২০২০:


আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলা কমিটির ডাকে জাতীয় শিক্ষানীতি বাতিল সহ শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক ও জয়েন্ট ডিরেক্টারকে ডেপুটেশন দেওয়া হয় ও মিছিল সহকারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলা কমিটির মানস রঞ্দন ভঞ্জ জানান যে, কেন্দ্রীয় কমিটির নির্দেশে রাজ্যের সমস্ত জেলায় এই কর্মসূচী পালন করা হচ্ছে। সংস্থার দাবী জাতীয় শিক্ষানীতি সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৮ বছর পূর্ণ হওয়া সিনিয়র শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার তাদের সকলকে পে প্রোটেকশন দিতে হবে।

সংগঠনের সম্পাদক কমল মল্লিক জানান যে, রাজ্যসরকারের ভুল শিক্ষানীতির জন্য বিদ্যালয়গুলিতে ছাত্রসংখ্যা ক্রমহ্রাসমান। অভিভাবকদের বাধ্য করা হচ্ছে বেসরকারী স্কুলে তাদের সন্তানদের ভর্ত্তি করার জন্য ও শিক্ষকদের উপর দায় চাপানো হচ্ছে -রাজ্য সরকারকের এর জবাবদিহি করতে হবে।


Related posts

করোনাকালে রাজ্য সরকারের তুলসি ও অশ্বগন্ধার চাষ বাড়ানোর উদ্যোগ

E Zero Point

কারখানায় কাজ করার সময় জখম শ্রমিক

E Zero Point

বর্ধমাবনে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সেবাকার্য

E Zero Point

মতামত দিন