19/04/2024 : 6:52 AM
আমার বাংলাকলকাতা

বেসরকারি বাস না নামলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ আগামী কাল বেসরকারি বাস রাস্তায় না নামলে, বৃহস্পতিবার বেসরকারি বাস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চালক দিয়ে চালাবে রাজ্য সরকারই। মঙ্গলবার, নবান্নে এমনটাই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কাল পর্যন্ত লক্ষ্য রাখব, পরশু থেকে পদক্ষেপ নেব। বিপর্যয় মোকাবিলা আইনানুগ ক্ষমতা প্রয়োগ করেই এই পদক্ষেপ করবে সরকার৷

বাস মালিকদের উদ্দেশে তিনি জানান, ‘এটা দরাদরি করার সময় নয়৷ মানুষের পাশে দাঁড়ানোর সময়৷’ তিনি আরও বলেন, ‘ডিজেলের দাম বাড়লেই যদি বাস ভাড়া বাড়াতে হয় তাহলে জ্বালানির দাম কমলে বাস ভাড়া কমানোর ব্যবস্থা করা যায় কি না, তাও ভেবে দেখতে হবে সরকারকে৷’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বেসরকারি বাস মালিকরা রাস্তায় বাস নামাচ্ছেন না৷ রাজ্য সরকার ৬০০০ বেসরকারি বাসকে মাসে ১৫ হাজার টাকা করে ভর্তুকি দিতে চাইলেও বাস মালিকরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন৷

Related posts

বন্যার জলে ভাসল গলসীর দাদপুর গ্রাম

E Zero Point

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ ঘিরে ফের চাঞ্চল্য কালনায়

E Zero Point

শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতে জনগণের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন