26/01/2023 : 1:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কলেজ মোড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২১ জুলাই ২০২২:


মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কান্দি ল কলেজ মোড়ে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলো বৃহস্পতিবার সন্ধায়। এদিন সন্ধ্যা ৮ নাগাদ স্থানায় বাসিদা এবং ব্যবসায়ীরা লক্ষ করেন কান্দি ল কলেজ মোড় সংলগ্ন এলাকার কানা ময়ূরাক্ষী নদীর চরে আগুন লক্ষ করে এবং তারা দমকলে খবর দিলে কান্দি দমকল বাহিনীর ২ টি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কান্দি থানার পুলিস ও কান্দি দমকল বাহিনী। তবে লোকালয়ের মধ্যে কান্দি ল কলেজ মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি হাসপাতালের পিছনে কান ময়ূরাক্ষী নদীর চরে আগুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে। ঘটনা স্থলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার যায়নি কান্দি মহকুমা আধিকারিক সাগর রানার ও কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক তবে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

Related posts

সহায়তা প্রদান শিবির মেমারিতে

E Zero Point

মঙ্গলকোটের রাহুল দেব বাগদি এক অনন্য প্রতিভার নাম

E Zero Point

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গুসকরায় রক্তদাতাদের ভিড়

E Zero Point

মতামত দিন