30/11/2022 : 9:53 AM
BREAKING NEWS
আমার বাংলাপূর্ব বর্ধমান

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঃ আদিবাসী সম্প্রদায়ের র‍্যালি

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, সাতগেছিয়া,  ২৪ জুলাই ২০২২:


রবিবার বিকেলে সাতগেছিয়া ট্রাইবাল ওয়েলফেয়ার সোসাইটি নিউ এডুকেশনাল হেলথ এন্ড কালচারাল সোসাইটি ও খেলোয়ার মার্শাল গাওতারর যৌথ উদ্যোগে একটি রেলি অনুষ্ঠিত হলো । মূলত দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে এই বর্ণাঢ্য র‍্যালি তে সামিল হন ।

র‍্যালিটি সাতগেছিয়া স্পোর্টিং ক্লাবের ময়দান থেকে শুরু হয় সাতগেছিয়া বাজারের চৌমাথা পরিক্রমণ করে একটি সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সিধু ও কানু মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক প্রবীর মান্ডি।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লক ও মন্তেশ্বর ব্লকের মাঝি বাবার,সাতগেছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি রমেশ মান্ডি। প্রেসিডেন্ট সর্বেশ্বর সরেন , এডুকেশনাল হেলথ এন্ড কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট অজিত সরেন বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক প্রবীর মান্ডি সহ অন্যান্যরা ।

Related posts

ভাতারের ঠাকুর পুকুরে সদ্যোজাত শিশুর দেহ, এলাকায় চাঞ্চল্য

E Zero Point

লায়ন্স কোভিড ক্যান্টিন পান্ডুয়াতে

E Zero Point

অভিমানিনী গৃহবধূকে উদ্ধার বর্ধমানে

E Zero Point

মতামত দিন