06/05/2025 : 9:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

টোটো ইউনিয়নের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে ওসি

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, ২৫ জুলাই ২০২২:


এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে এবং অপরাধমূলক কাজকর্ম বন্ধ করতে গোলসি থেকে সেহারা ফাঁড়িতে যোগদান করেই এলাকার টোটো চালক দের সাথে বৈঠক করলেন সেহারাবাজার ফাঁড়ির ওসি প্রীতম বিশ্বাস। এই বৈঠকে ছিলেন সেহারাবাজার ফাঁড়ির ওসি প্রীতম বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী মোল্লা সফিকুল ইসলাম, টোটো চালক ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ এলাকার সমস্ত টোটো চালকরা।

পথ দুর্ঘটনা সহ আরও অন্যান্য কোনো ঘটনা ঘটলে কি কি করণীয় সেই বিষয়ে বৈঠকে টোটো চালকদের বিভিন্ন সুপরামর্শ দেন ওসি প্রীতম বিশ্বাস। পাশাপাশি টোটো চালকদের বিভিন্ন সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি।

Related posts

৮ বছরেও ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটে চালু হলো না মৎস্য বাজার

E Zero Point

মেমারিতে দ্বিতীয় বর্ষ  ডগ শো

E Zero Point

বাঁকুড়ার বিজেপি বিধায়কের তৃণমূল যোগদানে চিন্তিত বিজেপি

E Zero Point

মতামত দিন