জিরো পয়েন্ট নিউজ, বিশ্বজিৎ রায়, কোচবিহার, ২৮ জুলাই ২০২২:
ফের দুই বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় নাগরিক কে আটক করলো বি এস এফ মঙ্গলবার কোচবিহার জেলার মেখলিগঞ্জে, গোপন খবরের ভিত্তিতে ওই দুই বাংলাদেশি নাগরিক কে আটক করে বি এস এফ। ধৃতরা কাজের সূত্রে ভারতে প্রবেশ করেছিল বলে বি এস এফ সূত্রে খবর।
শিলিগুড়িতে কোনো এক প্রতিষ্ঠানে কাজে যোগ দেয়ার জন্য ভারতে প্রবেশ করে তারা। এদের প্রবেশের মদতদাতা হিসিবে এক ভারতীয় নাগরিক কে আটক করে ০৬ নং ব্যাটেলিয়ন বি এস এফ এর জাওয়ান রা।
মঙ্গলবার একটি বাইকে করে ওই দুই বাংলাদেশি নাগরিক কে শিলিগুড়ি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো লিটন মন্ডল নামের এক ভারতীয় নাগরিক। সেই সময় তাঁদের আটক করা হয়। ধৃত দুই বাংলাদেশি নাগরিকের নাম মায়াদুল ইসলাম (২৬) মোহাম্মদ মীরজাহান (২৩) এবং ভারতীয় নাগরিক লিটন মন্ডল(২৯) ।
ধৃতদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দুই যুবক বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা। তাঁদের নিয়োম মেনেপুলিশের কাছে হস্তান্তর করে বি এস এফ।