29/03/2024 : 6:10 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে সম্প্রীতির মেলা উদ্বোধন করলেন বিধায়ক

জিরো পয়েন্ট নিউজ পার্থসখা অধিকারী, মেমারি, ১১ সেপ্টেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নং ব্লকের অধীন সরডাঙ্গা গ্রামের ফুটবল মাঠে এক সম্প্রীতির মেলা উদ্বোধন করলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। স্থানীয় মনসা পূজো উপলক্ষ্যে সরডাঙ্গা নজরুল সংঘের পরিচালনায় সম্প্রীতির মেলাটি অনুষ্ঠিত হয়। প্রকৃত অর্থেই মেলাটি এক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে।

কারণ, সার্বিকভাবেই মনসা পুজোকে কেন্দ্র করে আয়োজিত মেলাটির সার্থক রূপায়ণে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় রূপে অংশগ্রহণ করেন। যা এই বাংলার শাশ্বত রূপ। মনে পড়ে যায় কবি নজরুলের সেই বিখ্যাত পংক্তিদ্বয়__”মোরা একই বৃন্তে দুটি কুসুম / হিন্দু মুসলমান…”।
বিধায়ক তার বক্তব্যে বলেন, দেশের এই অস্থির সময়ে এই মেলা একটি সার্থক মেলা, মানবিক মেলা। মেলার আয়োজক ও প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান। এছাড়াও সমগ্র মেলাটি তিনি ঘুরে দেখেন।

Related posts

জামালপুরের বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন

E Zero Point

জমি বিবাদের জেরে জখম ২ ব্যাক্তি নাদন ঘাটে

E Zero Point

শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে সরকারী প্রকল্পের প্রচারে

E Zero Point

মতামত দিন