জিরো পয়েন্ট নিউজ – বিশ্বজিৎ রায়, কোচবিহার, ১৪ সেপ্টেম্বর ২০২২:
ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করতে, ভারত ও বাংলাদেশ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলার আয়োজন করেছে বি এস এফ। মঙ্গলবার মেখলিগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল মাঠে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা। এই খেলায় অংশ নেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বি এস এফ এর সাথে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা।
আজাদী কা অমৃত মহাউৎসব উপলক্ষে, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে এই খেলার আয়োজন করা হয় বলে বি এস এফ সূত্রে খবর । ভারত সবসময়ই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে আসছে এবং তা অব্যাহত থাকবে । সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নির্মূল করতে বিএসএফ ও বিজিবি উভয়ই একত্রে প্রতিশ্রুতিবদ্ধ। দুই বাহিনী বিভিন্ন পরিস্থিতিতে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে।