26/04/2024 : 3:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্তমানে প্রত্যেক যুবসমাজকে কর্মঠ হওয়া প্রয়োজনঃ অসহায় মানুষের পাশে মেমারির এসটিসি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২৪ সেপ্টেম্বর ২০২২:


বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না হয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে, সমাজের জন্য কিছু করতে পারলেই প্রকৃত মানুষ হতে পারবে বর্তমানের যুবসমাজ। শুধু কাজ না করে কিছু পাবো এই আশায় বসে না থেকে কর্মঠ জীবনযাপনের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে – এই সব কথায় বললেন মেমারি এসটিসি সংস্থার কর্ণধার দেবাশিস কোলে।

রবিবার মহালয়ারর দিন মেমারি বাসষ্ট্যান্ডে অবস্থিত এসটিসি কম্পিউটার শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে পথচলতি প্রকৃত দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগোপেশ্বর কুন্ডু, সুজয় ভট্টাচার্য্য, প্রদীপ কোলে, বিনয়কৃষ্ণ পাল, রাহুল সু, অশোক সেন, এবং ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার বাপী ব‍্যানার্জী সহ শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা

মেমারি এসটিসি সংস্থার কর্ণধার দেবাশিস কোলে জানান, প্রায় ৮০ জন অসহায় মানুষকে বস্ত্রবিতরণ করা হয়।

Related posts

করোনা যুদ্ধের মাঝেই একুশেই একুশের নির্বাচনী যুদ্ধের শঙ্খনাদ

E Zero Point

সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধির সাথে উদযাপিত হল ঈদ-উল-আযহার নামাজ জামালপুরে

E Zero Point

সিপিএমের ছাত্র-যুব ও কৃষকসভার পক্ষ থেকে নন্দীগ্রামে মিছিল

E Zero Point

মতামত দিন