জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৮ নভেম্বর ২০২২:
চাষের জমির নেড়া পোড়ানো থেকে বিরত থাকতে এবার বিশেষ উদ্যোগ গ্রহন করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মেমারি থানার পুলিশের তরফে মাইকিং করে চাষিদের সচেতন করা হলো। মেমারি ১ ও ২ নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ধান কাটা জমিতে নেড়া পোড়ানো ও কুটি খড় পুরানো থেকে বিরত থাকার অনুরোধ জানানিয়ে বিশেষ ভাবে সচেতন করা পুলিশের তরফে।
পাশাপাশি ধান জমিতে ন্যাড়া পোড়ানোর ফলে জমির ক্ষতিগ্রস্ত দিক গুলিও তুলে ধরা হয়।
মেমারী থানার ওসি সুদীপ্ত মুখার্জি বলেন “কৃষি জমিতে নেড়া পোড়ানোর ফলে জমীর প্রধান উপকারী জীব কেঁচোর হ্রাস ঘটে।
নষ্ট হয় জমির উর্বরতা। এমনি সকল বিষয়ে কৃষকদের সচেতন করতে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেনর উদ্যোগে মেমারী থানা ও সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় এই সচেতনতা মূলক প্রচার কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।”