26/04/2024 : 12:33 PM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

চাষী ভাইদের উদ্দেশ্যে সচেতনতা বার্তা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৮ নভেম্বর ২০২২:


মেমারি থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করে চাষি ভাইদের উদ্দেশ্য মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ধান কাটা জমিতে নেড়া পোড়ানো ও কুটি খড় পুরানো থেকে নিষেধ করছেন এবং অনুরোধ করা হচ্ছে।

ধান জমিতে ন্যাড়া পোড়ালে কি কি ক্ষতি হতে পারে তা প্রচারের মাধ্যমে জানানো হচ্ছে।
যেমন খড় বা ন্যাড়া পোড়ালে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয়, জৈব পদার্থ, উদ্ভিদ খাদ্য, মাটির উপকারী জীবাণু পুড়ে নষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে কার্বন মোনোক্সাইড সালফার অক্সাইড, মিথেন, অন্যান গ্যাস তৈরি হয় বলে জানান গেছে, উপকারী জীবাণু কেঁচো হ্রাস পাচ্ছে। মাটি পুড়ে শক্ত হচ্ছে এছাড়াও বিভিন্ন ক্ষতির আশঙ্কা আছে সেই কারণে চাষী ভাইদের উদ্দেশ্যে এই সচেতনতা বার্তা দেয়া হলো।

 

 

Related posts

বর্ধমানে আদিবাসী শ্রমজীবি মানুষের জন্য রান্নাঘর

E Zero Point

বাংলা ভাগের ষড়যন্ত্রের প্রতিবাদে বর্ধমানে প্রতিবাদ সভা

E Zero Point

সদ্যোজাত শিশু বদলের অভিযোগে উত্তেজনা হাসপাতাললে

E Zero Point

মতামত দিন