25/04/2024 : 12:37 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা বিপাকে 

আলেক শেখ, পূর্বস্থলী:  চরম বিপাকে পড়েছেন   বাইরের রাজ্য থেকে ফিরে আসা ঝাউডাঙ্গার পরিযায়ী শ্রমিকরা। পূর্বস্থলী-২ ব্লকের এই শ্রমিকরা নিজের বাড়ি ফেরার পর হাতে কাজ নেই, রোজগার নেই। সংসার একেবারে অচল হয়ে পড়েছে বলে তাঁদের অভিযোগ। ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হালতাচড়া ও কাশিপুর গ্রামের ভিন রাজ্য থেকে ফিরেছে প্রায় ৭০০ জন পরিযায়ী শ্রমিক।  বেশিভাগ শ্রমিকই কাজ না পেয়ে হতাশায় ডুবে আছেন। কেউ কেউ এলাকায় রেগা প্রকল্পে কাজ পেলেও মজুরি পাচ্ছেন না ঠিকমত।  তাদের ২০৪ টাকা করে মজুরি দেওয়ার কথা থাকলেও কম মজুরি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। শ্রমিকদের দাবি তাদের মজুরি দেওয়া হয় ১০০ টাকা থেকে ১৬০ টাকা করে।   অধিকাংশ পরিযায়ী শ্রমিকেরই  জব কার্ড নেই। পরিবারের লোকজনের  জবকার্ড থাকলেও তাদের ১০০  দিনের  কাজ দেওয়া হয় না বলে অভিযোগ।  এদিন সংবাদমাধ্যমের ক্যামেরা দেখতেই কাজ না পাওয়া পরিযায়ী শ্রমিকরা ক্ষোভ উগরে দেন।  বলেন– মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছিলেন পরিযায়ী শ্রমিকদের আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তাঁরা বাঙলাতেই কাজ পাবেন। কিন্তু ভাষণ অনুযায়ী কাজ কই ? যদিও বা কেউ কেউ কাজ পাচ্ছে, কিন্তু মজুরি কম দেওয়া হচ্ছে।  কম মজুরি দেওয়ার বিষয়টি মানতে চায়নি রেগা প্রকল্পের  দায়িত্বে থাকা সুপারভাইজার।  তিনি বলেন– যেমন পরিমাণ কাজ করবেন, সেই পরিমান মতোই তো  শ্রমিকদের মজুরি মিলবে।  তিনি আরো বলেন– কেউ সপ্তাহভর কাজ না করলে তাকে পুরো মজুরি দেওয়া সম্ভব নয়। কিন্তু  গ্রামবাসীরা  সুপার ভাইজারের এই অভিযোগ একেবারেই মানতে চাননি। তাঁরা বলেন- সপ্তাহে ছ’দিন কাজ করেও মেলে না পুরো মজুরি।

Related posts

বর্ধমানের কাঠগোলায় ভয়াবহ অগ্নিকান্ড

E Zero Point

মালদহের হরিশ্চন্দ্রপুরে মমতা ব্যানার্জির নির্বাচনী জনসভা

E Zero Point

মেমারিতে রেশন কার্ড সংক্রান্ত কাজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

E Zero Point

মতামত দিন