18/04/2024 : 12:18 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনার সিআইটিইউ-এর  তহবিলে অর্থদান

 আলেক শেখ, কালনাঃ অপরিকল্পিত লকডাউনে সব থেকে অধিক ক্ষতিগ্রস্থ  শ্রমিকরা। এই পরিস্থিতিতে তাদের কাজ  থাকবে কি থাকবে না, সেটা ভাবতে ভাবতেই শ্রমিকরা দিশাহারা। তার মাঝেই কেন্দ্র সরকার শ্রম আইনেই বদল ঘটিয়ে তাঁদের অর্জিত অধিকার  হরণ করার চেষ্টা চালাচ্ছে । দ্রব্যমূল্যে দিন দিন ক্রমবর্ধমান হলেও, লকডাউনের অজুহাতে মালিকরা শ্রমিকদের মজুরি কমানোর চেষ্টা চালাচ্ছেন। শ্রমিকদের এই সংকটময় সময়ে তাদের পাশে সিআইটিইউ-এর মতো একটি শ্রমিক দরদী সংগঠনের খুবই প্রয়োজন।  সেই লক্ষ্যেই এই সংগঠনকে আরো শক্তিশালী করার   সিআইটিইউ-এর তহবিলে ২  হাজার টাকা  দান করেন এক প্রাক্তন শিক্ষক।  মন্তেশ্বরের এই শিক্ষক   গৌড়চন্দ্র মন্ডল ওই টাকা মঙ্গলবার  মালডাঙ্গায় শ্রমিকনেতা তাপস চ্যাটার্জি র হাতে তুলে দেন ।

Related posts

ক্যান্সার আক্রান্তের পাশে বর্ধমানের “আবিরা”

E Zero Point

বাংলার নির্বাচনে কমিশন একদম ব্যর্থঃ কংগ্রেস নেতা ও অধীর রঞ্জন চৌধুরী

E Zero Point

‘তেজস্বিনী’ – মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণঃ বিনামূল্যে নাম নথিভুক্ত করুন

E Zero Point

মতামত দিন