31/01/2023 : 8:26 PM
আমার বাংলাপূর্ব বর্ধমান

পূর্বস্থলীতে নদীতে পরে গিয়ে নিখোঁজ এক ব্যাক্তি

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী,২ ডিসেম্বর ২০২২:পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পাটুলি পঞ্চায়েতের অন্তর্গত নতুন পাড়া এলাকায় নৌকা থেকে ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ ব্যক্তির এদিন শুক্রবার দুপুর পর্যন্ত মিলল না খোঁজ বিপর্যয় মোকাবিলার কর্মীরা শুক্রবার সকাল থেকেই খোঁজ চালাচ্ছে ওই ব্যক্তির ।

নিখোঁজ ওই ব্যক্তির নাম মিঠুন বিশ্বাস তার বাড়ির স্থানীয় এলাকাতে। বুধবার সকালে মাছ ধরতে গিয়েছিল সেও তার এক সঙ্গী। এমন সময় নৌকা থেকে আচম-কায় জলের মধ্যে পড়ে যায়। এখনো পর্যন্ত তার দেহ উদ্ধার হয়নি ডুবুরিরা খোঁজ চালাচ্ছে ওই ব্যক্তির দেহের।

Related posts

নবস্থায় তপশিলি সংলাপ

E Zero Point

গলসীর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন মহিলা শ্রমিকের

E Zero Point

মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে ফেরৎ দিল অষ্টম শ্রেণীর ছাত্র

E Zero Point

মতামত দিন