01/12/2023 : 9:28 AM
আমার বাংলাপূর্ব বর্ধমান

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ ডিসেম্বর ২০২২:


বৃহস্পতিবার রাতে মেমারি থানার অন্তর্গত পূর্ব রসুলপুরের জোৎকানু গ্রামে বেআইনি ভাবে মজুত করে মদ বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। মেমারি থানার পুলিশ

সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম প্রশান্ত মিদ্ধা। তার কাছ থেকে ১২০ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার সকালে সুনির্দিষ্টারায় মামলা রুজু করে ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। বিচারক ধৃতকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

 

Related posts

মেমারিতে এস.এফ.আই.-এর পথ অবরোধ

E Zero Point

তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ মেমারিতে

E Zero Point

বড় বিপদের হাত থেকে রক্ষা পেল মেমারির মানুষ, রেলগেটে দুর্ঘটনা

E Zero Point

মতামত দিন