নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গত রবিবার ৭ জুন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের নেতা খোকন দাসের নেতৃত্বে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বর্ধমান পৌরসভা পান্থশালায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় জেলায় ব্লকে ব্লকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা জেলা জুড়ে কি কি কাজ কর্ম করেছেন, মানুষের পাশে কতটা দাঁড়িয়েছেন এবং আমফান ঝড় বৃষ্টিতে মানুষের কি ক্ষতি হয়েছে ও তাদের পাশে দাঁড়িয়ে কি কাজকর্ম করেছে রাজ্য সরকার সেই সমস্ত বিষয় তুলে ধরা হলো এই সাংবাদিক সম্মেলনে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস জানান তিন মাস ধরে রাজ্যে যে ঘটনা ঘটে চলেছে তাতে মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজকর্ম করেছেন তা অতুলনীয়।
পূর্ববর্তী পোস্ট