24/04/2024 : 9:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ধমান পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ৮ দুষ্কৃতি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২ ডিসেম্বর ২০২২:


গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত প্রায় ১টা নাগাদ বর্ধমান থানার পুলিশ বর্ধমান-গুসকরা ২-বি জাতীয় সড়কে সাই কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে  আন্ত:রাজ্য প্রতারণা চক্রের একটি গ্যাং কে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে তারা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিল।  জানা যায় ৮ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা করেছে। পুলিশসূত্রে জানা যায় ধৃতদের কাছ থেকে পুলিশ একটি দেশি পাইপগান, এক রাউন্ড গুলি, ২টি ভোজালি, ২টি লোহার রড, ৩টি বাঁশের লাঠি, একটি ধাতব মুদ্রার কয়েন যার ওজন আনুমানিক ১০ গ্রাম বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ।

ডিএসপি ট্রাফিক-২ রাকেশ কুমার চৌধুরী এদিন বলেন,’ ধৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে জানা গেছে, এই গ্যাংটি নকল প্রাচীন বস্তু  দেখিয়ে মানুষকে ঠকিয়ে মোটা টাকার প্রতারণার ছক সাজিয়েছিল। আমাদের কাছে এই দুষ্কৃতী দলের হদিস আসার পরই দ্রুত অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে গেলেও আমরা ৮জনকে ধরে ফেলি। এদের মধ্যে একজন মুম্বাইয়ের বাসিন্দা রয়েছে। বাকিরা বীরভূমের বোলপুর, মঙ্গলকোট ও শক্তিগড় এলাকার বাসিন্দা। তিনজন কে আমরা হেফাজতে নিতে চেয়ে শুক্রবার কোর্টে আবেদন জানিয়েছি। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তামা জাতীয় পদার্থের কয়েনের মতো দেখতে বস্তুটি আসলে কি তা জানতে সেটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।’

Related posts

কংগ্রেসের গড়ে তৃনমূলের বিশাল কর্মী সভা মালদায়

E Zero Point

ওসির বদলে আইসি থানা হলো মঙ্গলকোট

E Zero Point

লকডাউন এর তিন কাহন- মৃৎশিল্পীদের কথা

E Zero Point

মতামত দিন