27/04/2024 : 2:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

মন্ত্রীর উপস্থিতিতে স্টোর মালিকের সাথে আলুচাষীদের সমাধানসূত্র

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, হুগলি, ২ ডিসেম্বর ২০২২:


বৃহস্পতিবার চুঁচুড়ার ডিএম অফিসে ধনিয়াখালীর বলাকা কোল্ড স্টোরেজে আলু সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্যার সম্মুখীন কৃষকরা হয়েছিলেন দীর্ঘ আলোচনার পর আজকে তার সমাধান করা হলো । সাইজ আলু মালিকপক্ষ কৃষককে ৪৫০ টাকা প্যাকেট হিসেবে মূল্য দেবে , মাঝারি আলু ৩০০ টাকা প্যাকেট হিসাবে মূল্য দেবে, ক্যাট আলু কোন মূল্য দেওয়া হবে না শুধুমাত্র কোল্ড স্টোরেজের ভাড়া ছাড় দেওয়া হবে এবং সমস্ত আলু বস্তায় কোল্ড স্টোরেজের ভাড়া টা ছাড় দেওয়া হবে।

উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না, ডি,এম ডঃ পি দীপপ্রিয়া, এসডিও (সদর), বিধায়ক অসীমা পাত্র, মালিক প্রতিনিধি ,কৃষক প্রতিনিধি, স্টোর অ্যাসোসিয়েশনের নেতৃত্ব বৃন্দ এবং প্রগ্রতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্ববৃন্দ এবং ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি সৌমিত্র ঘোষ।

Related posts

জে পি নাডার পশ্চিমবঙ্গ সফর নিয়ে তৃণমূলের বিরোধ

E Zero Point

মেমারি-রসুলপুর ব্যাঙ্ক ডাকাতির মূল পান্ডা এক সিভিক ভলেন্টিয়ার, গ্রেপ্তার আরও ৪

E Zero Point

স্বল্প বৈতনিক প্রশিক্ষণ কেন্দ্রের পথচলা শুরু মেমারিতে

E Zero Point

মতামত দিন