01/02/2023 : 1:17 AM
আমার বাংলাপূর্ব বর্ধমান

ভাতার একাদশ ক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে নক আউট ফুটবল প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ৩ ডিসেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে রয়েছে ভাতার একাদশ ক্লাব।
এই ক্লাব নারায়ণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে সারা বছর।
আজ প্রতিবছরের ন্যায় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হলো।
এই খেলায় মুখোমুখি অংশগ্রহণ করেন ধাত্রীগ্রাম সেভেন স্টার বনাম পান্ডুয়া মিলন সংঘ।
রেনুকা বালা হাজরা স্মৃতি বিজয়ী ও উমাশঙ্কর যশ স্মৃতি বিজিত
ফুটবল টুর্নামেন্ট।


এই খেলাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা, বিজয়ী ট্রফিদাতার পক্ষ থেকে বাচ্চু মন্ডল,
বিজিত ট্রফিদাতার পক্ষ থেকে আসেন বিভাস জস, যুব কল্যাণ দপ্তর থেকে আসেন বিকাশ দাস ক্লাব সভাপতি পরেশনাথ হাজরা।
ক্লাব সম্পাদক অনুপ পাঁজা জানান যে, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি ।এই খেলায় ৮ টি দল অংশগ্রহণ করেছে ।আজ প্রথম খেলা এলাকার বিভিন্ন গ্রাম থেকে শতাধিক মানুষ খেলা দেখতে আমাদের মাঠে হাজির হয়েছেন। এই খেলার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী পহেলা জানুয়ারি ২০২৩ তারিখে।

৪-০ গোলে জয়লাভ করে পান্ডুয়া মিলন সংঘ।

Related posts

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মৎস্য ব্যবসায়ীদের

E Zero Point

জামালপুরে দুয়ারে সরকার

E Zero Point

আলিপুরদুয়ার জেলায় সাধারণ ধর্মঘট সফল দাবি বাম নেতৃত্বের

E Zero Point

মতামত দিন