জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২০ ডিসেম্বর ২০২২:
মেমারী-২ ব্লকে অন্তর্গত সাতগেছিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডে স্বচ্ছ বোর্ড গঠনের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো।এলাকার সাতগেছিয়া সমবায় সমিতিতে রাতের অন্ধকারে নমিনেটেড বোর্ড গঠনের প্রতিবাদে এবং সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে সকল সমবায়ে বোর্ড গঠনের দাবি সহ বিভিন্ন দাবি রেখে সমবায়ের সামনে প্রতিবাদ সভা হল।
“সমবায় বাঁচাও মঞ্চ” এর পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমবায় বাঁচাও সদস্য বিশ্বজিৎ পোদ্দার, জয়ন্ত ঘোষ, সাধনা মন্ডল, বাসুদেব হাজরা সহ চাষী ভাই এবং সদস্য।