05/12/2023 : 9:14 PM
আমার বাংলা

বন্ধ হয়ে গেল শ্রীবাস চা বাগান

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২২ ডিসেম্বর ২০২২:


যার জেরে সমস্যায় পড়ে গেলেন ওই বাগানের প্রায় ৫৫০ জন শ্রমিক।তাদের অভিযোগ,আগাম কোনও কিছু না জানিয়েই মালিকপক্ষ বাগান ছেড়ে চলে গেছেন।বুধবার রাতে বাগানের অফিসের বাইরে মালিকপক্ষের তরফে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।বৃহষ্পতিবার সকালে সেই নোটিশটি শ্রমিকদের নজরে আসতেই বাগান বন্ধের বিষয়টি তারা জানতে পারেন।এরপরেই শ্রমিক পরিবারগুলির মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।কারণ তাদের তরফে জানানো হয়েছে,শ্রমিকদের ২১ দিনের এবং সাব স্টাফদের এক মাস ২১ দিনের পারিশ্রমিক বকেয়া রেখে বাগান লকআউট ঘোষণা করা হয়েছে।এতে তারা চরম সমস্যায় পড়ে গেছেন।


তারা এনিয়ে মালিক পক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন।বিষয়টি আলোচনা করতে নিজেদের মধ্যে বৈঠকে বসেন।সেখানে এই বাগানের আইএনটিটি ইউ সি এর পানিশালা ডিভিশনের সভাপতি আলমগীর হোসেন,এআর আলম রব্বানি প্রমুখ উপস্থিত ছিলেন।

Related posts

বিজেপির সেবা সপ্তাহে রক্তদান শিবির মেমারিতে

E Zero Point

অসহায় বৃদ্ধার পাশে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের যোদ্ধারা

E Zero Point

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ডাকে ১১ই জানুয়ারী নবান্ন চলো

E Zero Point

মতামত দিন