04/12/2023 : 6:41 PM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

বিজেপির পঞ্চায়েত সম্মেলন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২২ ডিসেম্বর ২০২২:


অনুষ্ঠানের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজনন করেন বিশ্বজিৎ পোদ্দার। এবং ভারত মাতা, পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে শুভ অনুষ্ঠানের সূচনা করা হয়।

মেমারি দু’নম্বর ব্লকে বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৭ নম্বর জেড,পি ব্যবস্থাপন জাবুইডাঙ্গা গ্রামে ফুটবল ময়দানে আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দুর্নীতি যেমন ১০০ দিনের কাজের, আবাস যোজনা, চাকরি ক্ষেত্রে দুর্নীতি কার্যকলাপ কথা তুলে ধরলেন এবং পাশাপাশি পঞ্চায়েত ভোটে কিভাবে লড়তে হবে তার রণ কৌশল নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করলেন।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান কাটোয়া জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, জেলার মহিলা যুব মোর্চার নেত্রী দিপালী দাস, মিতালী ভট্টাচার্য, ১৭ নম্বর মন্ডলের সভাপতী হীরেন্দ্রনাথ হেমরম, প্রদীপ রায় সহ কার্যকর্তা ও কর্মীবৃন্দ।
প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ।

Related posts

নৃশংস ভাবে খুন হওয়া তৃণমূল কর্মী সেখ ইউসুফ স্মরণসভা খন্ডঘোষে

E Zero Point

বর্ধমান শহরে ২৯৮, জেলায় ৮৪৫ জন করোনা আক্রান্ত

E Zero Point

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পর পর ৩ জায়গায় ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত ২ আহত ৪

E Zero Point

মতামত দিন