04/12/2023 : 6:43 PM
আমার বাংলা

পঞ্চায়েত নির্বাচন পাখির চোখঃ তৃণমূলের সভা মেমারিতে

জিরো পয়েন্ট নিউজঅতনু ঘোষ, মেমারি, ২২ ডিসেম্বর ২০২২:


 

‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান’ প্রকল্প-র বকেয়া প্রদান ও পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের দেবীপুর অঞ্চলের গ্রামদেবীপুর শিবতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ানও তুলে ধরা হয় এদিনের কর্মসূচি থেকে।

উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল সভাপতি নিত‍্যানন্দ ব‍্যানার্জী, ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী গীতা দাস, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, ব্লক তৃণমূল সংখ‍্যালঘু সভাপতি মীর পারভেজ উদ্দিন, ব্লক তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম, পঞ্চায়েত সমিতির সদস‍্য আব্দুল হাকিম, হরেকৃষ্ণ বৈরাগ‍্য, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, মেমারি পৌরসভার পৌরপিতা স্বপন বিষয়ী, মেমারি পৌরসভার কাউন্সিলর কৃষ্ণপদ বিশ্বাস, তাপস পাঁজা,  তৃণমূল নেতা মোঃ মহসিন, অঞ্চলের সংগঠক দেবব্রত রায় সহ দেবীপুর অঞ্চল সহ মেমারি এক নম্বর ব্লকের সকল অঞ্চলের শাখা সংগঠনের তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।

সকল বক্তাই রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নে মমতা ব্যানার্জীর প্রকল্প গুলির উল্লেখ করে আগামী পঞ্চায়েত নির্বাচনে মেমারি – ১ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়।

Related posts

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মেমারিতে আরপিএফের বিশেষ নজরদারি

E Zero Point

২০২০ তে আরাধনা ২০২১ তে উন্মাদনা

E Zero Point

বন্যা কবলিত মানুষদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ বর্ধমানে

E Zero Point

মতামত দিন