জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২০ জুলাই ২০২৪ :
রাতো পোহালেই ২১ শে জুলাই। এটা নিছকই একটা ক্যালেণ্ডারের তারিখ নয়, তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটার গুরুত্ব খুবই তাৎপর্যময়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’। দিনটি সফল করার জন্য তৃণমূলের সর্ব স্তরের নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় জোরদার প্রচারে নেমে পড়েছে।
শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্যের উদ্যোগে মেমারি শহরে বিধায়ক কার্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ৪০ জন তৃণমূল কর্মী রক্তদান শিবিরে রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উপলক্ষে প্রতিটি রক্তদাতাকে একটি করে চারগাছ প্রদান করা হয়।
বিধায়ক মধুসূদন ভট্টাাচার্য্য জানান, ২১ শে জুলাই সমস্ত তৃণমূল কর্মীর কাছে অতিগুরুত্বপূর্ণ দিন। মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য।
এদিন রক্তদান শিবির উপলক্ষ্যে মেমারি বিধানসভা এলাকার ও শহর এলাকার অজস্র তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বিধায়ক কার্যালয়ে।