জিরো পয়েন্ট নিউজ, এম. কে. হিমু, মেমারি, ২০ জুলাই ২০২৪ :
একটা সময় ছিল যখন পুলিশ মানেই শুধুমাত্র অপরাধ দমনের একটি চেহারা। খাকি পোষাক পড়া পুলিশ থেকে সাধারণ মানুষের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব ছিল। কিন্তু অতিমারী করোনার সময় সেই দূরত্ব মিটে যায়, পুলিশের মানবিক হৃদয় জয় করে বহু সাধারণ মানুষের মন। শুধুমাত্র অপরাধ দমন, নাগরিক সুরক্ষার সীমানা ছাড়িয়ে আজ পুলিশকে দেখা যায় বিভিন্ন সামাজিক কর্মসূচী থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন সামাজিক সমস্যায় পাশে থেকে তার সমাধান করতে।
সেরকমই এক ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমান জেলার মেমারির এক নাগরিক। জানা যায় গত ১৩ জুলাই শনিবার, রাত ১ টা নাগাদ মেমারির দিলালপুরের বাসিন্দা অনামিকা দেবীর আচমকা শুরু হয় প্রসব বেদনা। তড়িঘড়ি দিলালপুর থেকে ব্যক্তিগত ওমনি গাড়ি ভাড়া করে মেমারি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সে গাড়িও বিকল হয়ে যায়। প্রায় ৩০ মিনিটের কাছাকাছি সময় ধরে বিকল গাড়িতেই তখন কাতরাচ্ছে প্রসূতি।
হঠাৎ দেবদূতের মত হাজির হয় মেমারি থানার কর্তব্যরত পুলিশ অফিসার এস.আই মনোহর বাগ। সেই সময় টহলরত পুলিশ ভ্যানে অনামিকা দেবীকে দ্রুততার সঙ্গে পৌঁছে দেয় মেমারি হাসপাতালে। এরপর অনামিকা দেবী বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং সমস্ত কার্যকলাপ সম্পন্ন করে মেমারির দিলালপুরে ফিরে এসেছেন।
আজ শনিবার ২০ জুলাই মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ নাগের নির্দেশে এস.আই মনোহর বাগ সদ্যোজাত সন্তানকে দেখতে গেছিলেন এবং সম্পূর্ণ পরিবারকে শুভেচ্ছা বার্তা দিয়ে এসেছেন। পুলিশে এই মানবিকরূপকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।