05/12/2023 : 8:09 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিনা মূল‍্যে স্বাস্থ্য পরিক্ষা শিবির মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২২ ডিসেম্বর ২০২২:


মঙ্গলবার দ্যা বর্ধমান সেন্ট্রাল কোঃ অপাঃ প্রোডাকশান এবং মার্কেটিং সোসাইটি লিঃ ও ম্যাটিকস ফার্টিলাইজার লিমিটেড এর যৌথ ব্যবস্থাপনায় মেমারির সৃষ্টি লজে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরে উপস্থিত সকলের ব্লাড প্রেসার, সুগার, পালস্ এবং আরো অন্যান্য পরীক্ষা করা হয়। যাদের শারীরিক সমস্যা ছিলো শিবিরে উপস্থিত ডাক্তাররা পরামর্শ দেন।

বর্ধমান সেন্ট্রাল কোঃঅপাঃ প্রোডাকশান এবং মার্কেটিং সোসাইটি লিঃ এর প্রশাসনিক আধিকারিক শ্রী তপন গণ জানান, ৩২ জন মহিলা সহ ২৩৭ জনের স্বাস্হ্য পরীক্ষা করা হয়েছে এবং উপস্থিত মহিলাদের প্রতেক কে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয়েছে।

তিনি এও জানান ভবিষ্যতে চক্ষু পরীক্ষা শিবির ও রক্তের গ্রুপ নির্ণয় শিবির করার চিন্তাভাবনা চলছে।

 

 

Related posts

দিন মজুরের কাজ করে কাটোয়ার মিনা টুডুর ৮৪% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ

E Zero Point

গরীবের ডাক্তার “নৈহাটির বিধান রায়” প্রয়াত

E Zero Point

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার মেমারির যুবক

E Zero Point

মতামত দিন