28/03/2024 : 10:17 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পার্টি নেতৃত্ব ও কর্মীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে মেমারিতে বিক্ষোভ মিছিল

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৩ জানুয়ারি ২০২৩:


প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বেনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ও পূর্ব মেদিনীপুরে নন্দকুমার এলাকার সিপিআইএম পার্টি অফিস ও নেতৃত্বের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলে পা মেলালেন এলাকার বামসমর্থক ও নেতারা।

মিছিল মেমারি চকদিঘী মোড়ের সিটু লরি ইউনিয়ন অফিসের সামনে থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে বামুনপাড়া মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পীয়ুষ বিশ্বাস। মিছিল শুরু আগে বক্তব্য রাখেন প্রশান্ত কুমার।

তিনি বলেন গোটা রাজ্যে আবাস যোজনার মোট ৫ লক্ষ নাম বাদ গেছে। এর ফলে তৃণমূলের দুর্নীতি সামনে এসেছে। তৃণমূল  স্বজন পোষণ করেছে, বেছে বেছে তাদের নেতাকর্মীদের নাম তালিকায় ঢুকিয়েছিল। প্রকৃত গরীব মানুষ বঞ্চিত হয়েছে।

এছাড়াও তিনি বলেন পূর্ব মেদিনীপুরে আন্দোলনরত আরজনা বিবিকে পুলিস লকআপে গলায় পা দিয়ে বুটে করে লাথি মেরেছে পুলিশ।  প্রতিবাদ মিছিলে ছিলেন কৃষক নেতা জয়দেব ঘোষ, পিন্টু ভট্টাচার্য, অশোক যশ, কালু রায় প্রমুখ। এই একই কর্মসূচী রসুলপুর ও পাল্লারোডে সম্পন্ন হয়।

Related posts

কালনা শহরে  দাবি ও সতর্কতা কর্মসূচি

E Zero Point

বিজেপির হারের কারণঃ দলবদলু না নেতাদের মাত্রাছাড়া ঔদ্ধত্য?

E Zero Point

বর্ধমানে তৃণমূলের নেতা খোকন দাসের সাংবাদিক সম্মেলন

E Zero Point

মতামত দিন