26/01/2025 : 10:16 PM
কৃষ্টিবিনোদন

কোথায় কী? নিউ সান ক্লাবের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বাণী বন্দনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

জিরো পয়েন্ট নিউজ১১ জানুয়ারী ২০২৩:


৩১ বছর ধরে মেমারি নাগাপাড়া স্থিত নিউ সান ক্লাব মেমারির বুকে সাংস্কৃতিক চর্চা ও বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা করে আসছে।

এবছরও ক্লাবে ৩২ তম বাণী বন্দনার পূর্বে আগামী ১৫ জানুয়ারি রবিবার আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে মেমারি কে জি স্কুলে।

সংস্থার পক্ষ থেকে সুমিত কোলে জানান নিউ সান ক্লাবের এবছরের সরস্বতী পূজা উপলক্ষে ২৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও তিনি জানান, শনিবার ২৮ জানুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতার স্থানাধিকারীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান রাখা হয়েছে।


জিরো পয়েন্ট ওয়েব পোর্টালের মাধ্যমে আপনার সংস্থার বিভিন্ন অনুষ্ঠানের আগাম সংবাদ প্রকাশ করুন “কোথায় কী” বিভগে। এছাড়াও আপনার অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে জিরো পয়েন্ট -এর সাথে যোগাযোগ করুন। কথা ও ওয়াটস্অ্যাপ 7797331771


 

Related posts

‘স্বপ্নছন্দম’ এর সাংস্কৃতিক অনুষ্ঠান

E Zero Point

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – প্রথম পর্ব

E Zero Point

উত্তরবঙ্গে রবীন্দ্র নজরুল মুখী উৎসব

E Zero Point

মতামত দিন